ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকায়

ওয়ান নিউজঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার বিকেলে তিনদিনের সফরে ঢাকা এসেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে মাহমুদ আব্বাসের এই সফর।

বিকেলে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। বিমানবন্দরে ফিলিস্তিন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিনন্দন জানান।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মাহমুদ আব্বাসের প্রতিনিধি দলে রয়েছেন।

ঢাকা সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট সাভারস্থ জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।  সফর শেষে ফিলিস্তিনের প্রেসিডেন্ট শুক্রবার দুপুরে ঢাকা ত্যাগ করবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.