ফাহমির ছবির আয় রোহিঙ্গাদের জন্য
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ইফতেখার চৌধুরী ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবিটি চট্টগ্রামে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে চাটগাঁ ইভেন্টস। প্রদর্শনী থেকে অর্জিত অর্থ রোহিঙ্গা শরণার্থীদের দেওয়া হবে বলে জানানো হয়েছে ইভেন্টের পক্ষ থেকে।
চট্টগ্রামের মুসলিম মিলনায়তনে ৪ অক্টোবর ছবিটির চারটি শো অনুষ্ঠিত হবে— সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বিকাল ৩টা ও ৫টায়। প্রবেশ মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।
‘টু বি কন্টিনিউড’-এর প্রধান চরিত্রে আছেন পরিচালক ফাহমী নিজেই। এছাড়া আরও আছেন পূর্ণিমা, মিশু সাব্বির, অপর্ণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত ও সোহেল খান।
ছবিটি বর্তমানে চলছে বলাকা (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), ছায়াবাণী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), মল্লিকা (উল্লাপাড়া), সঙ্গীতা (খুলনা), মৌচাক (পাবনা) ও বীণা (পাবনা)।
ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ছবিটি চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে এ ঈদুল আজহায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.