ফারিয়া, কক্সবাজার ২০১৭ কার্যকরি কমিটি গঠিত
প্রেস বিজ্ঞপ্তিঃ অদ্য ১৮/০২/২০১৭ইং তারিখ ফারিয়া কক্সবাজারের সম্মানিত উপদেষ্টাগণকে নিয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা জনাব আবদুল্লাহ আল মামুন। সভায় উপস্থিত সকল উপদেষ্টাগণ এই সিদ্ধান্তে উপনীত হয় যে, সময় স্বল্পতা এবং নানাবিধ সমস্যার কারণে নিম্মলিখিত ব্যক্তিগণকে আগামী ৩১ শে জানুয়ারী ২০১৮ সাল পর্যন্ত ফারিয়া কক্সবাজারের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে যোগ্যতা, মেধা, সাংগঠনিক অভিজ্ঞতা, আন্তরিকতা ইত্যাদির ভিত্তিতে সিলেকশনের মাধ্যমে ফারিয়া কক্সবাজার কার্যকরি কমিটি ২০১৭ ঘোষনা করছে। কার্যকরি কমিটির সংখ্যা ১৯ (উনিশ) সদস্য বিশিষ্ট। কমিটির মেয়াদকাল ১ বছর। উক্ত কার্যকরি কমিটিকে আগামী ২৬ শে মার্চ ২০১৭ ইং তারিখ বিশাল পরিসরে সংবর্ধনার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। কার্যকরি কমিটি নিম্মরূপ: জনাব রফিকুল ইসলাম সভাপতি (সি:এম,পি,ও) বায়োফার্মা লি:, জনাব বেলাল উদ্দিন, (সি:এম,পি,ও) পপুলার ফার্মা লি: জনাব নুরুল আমিন স্বপন, সহ-সভাপতি (সি:এম,পি,ও) ইবনে সিনা ফার্মা, জনাব মুন্না দেব, সাধারণ সম্পাদক (সি:এম,পি,ও)সান ফার্মা, জনাব সামশুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক, (এমআইও) প্যাসিফিক ফার্মা, জনাব জাহাঙ্গীর আলম সহ-সাধারণ সম্পাদক, (এম.এস.ও) এসকে এফ, (শুন্য পদ) সাংগঠনিক সম্পাদক, জনাব শহিদুল ইসলাম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক, (এম.এস.ও) অর্গানিক হেলথ, জনাব হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক (টি.এম.ও) নাভানা ফার্মা, জনাব প্রদীপ কান্তি দে, সহ-অর্থ সম্পাদক (এম.আই.ও) জিসকা ফার্মা, জনাব, মো: মুজিবুর রহমান, সহ- অর্থ সম্পাদক (সি.এম.আই.ও) নভো হেলথ কেয়ার, জনাব মো: আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক (এম.পি.ও) গেøাব ফার্মাসিউটিক্যাল, জনাব বডুয়া দয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক( টি.এম.ও) নাভানা ফার্মা), জনাব সাজ্জাদ হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, (সি.এম.পি.ও) অপসোনিন ফার্মা, জনাব বাদশা মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, (এম.এস.ও) এস কে এফ, জনাব মো: শোয়াইব উদ্দিন, অনারারী সদস্য, (জুনিয়র ফিল্ড অফিসার) একমি ল্যাবরেটোরীজ, জনাব মো: আবু হানিফম, অনারারী সদস্য, (টি.এম) সানোফি, বি.ডি. লি:, জনাব জিয়াউল আজিজ, অনারারী সদস্য, (সি: এমপিও) নভো নরডিকস, জনাব মামুনুর রেজা মামুন, অনারারী সদস্য,(সি: এম.পি.ও) ড্রাগ ইন্টারন্যাশনাল।
উক্ত কার্যকরি কমিটি ২০১৭ নিম্মে উল্লেখিত উপদেষ্টাগণ কর্তৃক স্বাক্ষরিত।
হিমাংশু চক্রবর্তী আশিষ (সি: এরিয়া ম্যানেজার) জেনারেল ফার্মা, ফখরুল ইসলাম (সি: এরিয়া ম্যানেজার) ইনসেপ্টা ফার্মা, আব্দুল্লাহ আল মামুন (সি: এরিয়া ম্যানেজার) ইউরো ফার্মা, মো: হুমায়ুন কবির (সি: এফ.এম) প্যাসিফিক ফার্মা, মো: শাহজাহান (সি: এরিয়া ম্যানেজার) জুলফার বি.ডি লি:, মো: আবদুল মোনাফ (এরিয়া ম্যানেজার) জিসকা ফার্মা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.