ফটিকছড়িতে ইয়াহ্ইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ফটিকছড়ি সংবাদদাতাঃ

ফটিকছড়ির ভূজপুরস্থ বাংলাদেশ ইয়াহ্ইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সৌজন্যে এবং ফটিকছড়ি প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, ইয়াহ্ইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান মুফতি মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন, নির্বাহী পরিচালক হাফেজ সেলিম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, কোষাধ্যক্ষ মুহাম্মদ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ দৌলত শওকত, ক্রীড়া সম্পাদক মোঃ এমরান হোসেন ফরহাদ, পাঠাগার সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জুনায়েদ, সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী, আহমদ এরশাদ খোকন, আনোয়ার হোসেন ফরিদ, মোঃ নাজিম উদ্দিন শাহনেওয়াজ, মুহাম্মদ ওমর ফয়সাল প্রমূখ।
পরে প্রধান অতিথি আগত পরিবারদের মাঝে ঈদ উপহার হস্তান্তর করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.