প্রেম-ভালোবাসা সম্পর্কে কী বলেছে ইসলাম?

ওয়ান নিউজঃ আমাদের সমাজে আজকাল অবিবাহিত ছেলেমেয়েদের মধ্যে প্রেম-ভালবাসা যেন একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। তবে আমাদের জানা নেই এই প্রেম সম্পর্কে কী বলেছে ইসলাম? প্রশ্ন: এটি হারাম নাকি হালাল? মুসলমান হিসেবে আমাদের সবারই তা জানা দরকার।

প্রেম-ভালোবাসা সম্পর্কে ইসলামে যা বলা আছে:

বেগানা পুরুষের সঙ্গে বেগানা মহিলার প্রেম-ভালবাসা হারাম। প্রেম জায়েজ তবে সেটা নিজ স্ত্রীর সঙ্গে। প্রেম হতে হবে বাবার প্রতি সন্তানের যে প্রেম থাকে তেমন, প্রতিবেশির প্রতি প্রতিবেশির প্রেম। কিন্তু যদি কোন যুবতী মেয়ের প্রতি যৌন উত্তেজিত প্রেম থাকে তাহলে সেই প্রেম কখনই জায়েজ নয়।

পবিত্র কোরআনে বলা আছে:

“স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না” (সূরা আল মায়িদা: ৫)

এরপর সূরা নূর এর ৩০ নম্বর আয়াতে পুরুষদের চোখ নত রাখতে এবং লজ্জা স্থানের হিফাজত করতে বলা হয়েছে।

সূরা নূর এর ৩১ নং আয়াতে নারীদেরকেও একই কথা বলা হয়েছে। নারীদের যথাযথ পর্দা করার কথা বলা হয়েছে আর নারীরা কাদের সঙ্গে সাক্ষাত করতে পারবে তার একটা তালিকাও দেওয়া হয়েছে।

সূরা আহযাবের ৫৯ নং আয়াতে নারীদের পর্দা করার নির্দেশ আরও পরিস্কার ভাষায় উল্লেখ করা হয়েছে। যেখানে দৃষ্টি নত ও সংযত রাখা, লজ্জা স্থানের হিফাজত করার কথা এবং পর্দা করার কথা বলা হয়েছে। আর সূরা মায়িদায় গোপনে প্রেমলীলাকে নিষেধ করা হয়েছে এবং সেখানে বিবাহ পূর্ব প্রেম বৈধ নয় তা বলা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.