প্রেগন্যান্সি পিরিয়ডে যা কিছু বিরক্তিকর

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বলিউডে মাতৃত্বের ভিন্ন সংজ্ঞা তৈরি করলেন কারিনা কাপুর খান। প্রেগন্যান্সি পিরিয়ডে একাধিক ম্যাগাজিনের ফটোশুট থেকে শুরু করে র‌্যাম্পে হেঁটে নতুন নজির তৈরি করেন। সবাই কেন মাতৃত্বকে লুকাতে চায়— এই ভেবে বেশ অবাকও হন তিনি। এবার জানালেন প্রেগন্যান্সি পিরিয়ডের নেতিবাচক বিষয়গুলো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তারকা বলেন, ‘প্রেগন্যান্সি পিরিয়ডে যখন লোকে এসে গায়ে পরে উপদেশ দিত তখন খুব বিরক্ত লাগত আমার। নীতিগতভাবে কোনটা ঠিক বা ভুল তা নিয়ে কথা বলত। বাচ্চা হওয়ার পর কীভাবে জীবন বদলে যাবে এ বিষয়ে জ্ঞান দিত।’

কারিনা আরো বলেন, ‘আমি তো কারো উপদেশ শুনতে চাইনি। আমি আর সাইফ বসে কখনো ঠিক করিনি এই নয়মাস কীভাবে কাটাব। আমি কাজ করতে চেয়েছি। সাইফ আমার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।’

সম্প্রতি রক্তচাপজনিত জটিলতায় পড়েছিলেন এ নায়িকা। বর্তমানে মুম্বাইয়ের নামি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। সবকিছু ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে প্রথম সন্তানের মুখ দেখবেন কারিনা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.