প্রস্তুতি ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ: মাশরাফি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ আগামী মাসের ১ তারিখ ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে এর আগে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে মাশরাফিরা। তবে ইংল্যান্ডের কন্ডিশনটা আয়ারল্যান্ডের চেয়ে ভিন্ন হবে বলে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ মনে করে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের উইকেট পুরোপুরি ভিন্ন। তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব। সুতরাং প্রস্তুতি ম্যাচ দুটিও আমাদের জন্য বড় ম্যাচ।’

উল্লেখ্য, আগামী ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ দল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.