প্রস্তুতি ম্যাচেও লড়াইয়ের ঝাঁঝ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ মানেই এখন বাড়তি উত্তেজনা। একটা সময় ক্রিকেটবিশ্ব চাতক পাখির মত ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকত। এখন সেই কদরটা অনেকটা ঘুরে গেছে মাশরাফি বনাম কোহলি বাহিনীর লড়াইয়ের দিকে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির আড়ালে তাই বাংলাদেশ-ভারতের লড়াই দিচ্ছে বাড়তি উত্তাপের ইঙ্গিত।

দুই প্রতিবেশীর বৈশ্বিক লড়াইয়ে সবার আগে চলে আসে ২০১৫ বিশ্বকাপের মেলবোর্ন, সেখানে কোয়ার্টার ফাইনালের সেই বিতর্কে জড়ানো ম্যাচ। দুই আম্পায়ার ইয়ান গৌল্ড এবং আলিম দারের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত গিয়েছিল টাইগারদের বিপক্ষে। ১০৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল মাশরাফির দল।

পরে ঘরের মাটিতে ধোনিদের প্রথমবারের মত ওয়ানডে সিরিজে হারিয়ে প্রতিশোধটা ঠিকই নিয়েছিল টাইগাররা। কিন্তু ছোট বৈশ্বিক টুর্নামেন্টে আরেক জ্বালাময়ী হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ ৩ বলে ২ রান নিতে ব্যর্থ হন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

বছর ঘুরে আরেক টুর্নামেন্টে মুখোমুখি বাংলাদেশ-ভারত। সেটা প্রস্তুতি ম্যাচে হলেও রোমাঞ্চের আবেদন কমাচ্ছে না এতটুকুও। খেলা হবে কিনা ওভালে, যেখানে ৩০০ পার করা ইনিংস হচ্ছে মুড়ি-মুড়কির মত। পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান তুলেছে টাইগাররাও। যদিও ম্যাচটা হাতছাড়া হয়েছে ২ উইকেটে। তারপরও রোহিত শর্মা-কোহলি-ধোনিদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের পরীক্ষা নেয়ার ভালোই সামর্থ্য আছে মাশরাফি-মোস্তাফিজ-রুবেলদের।

তাই প্রস্তুতি ম্যাচের আড়ালে শ্বাসরুদ্ধকর আরেকটি বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষায় করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.