প্রযুক্তিতে সেরা ১০ ব্র্যান্ড
ওয়ান নিউজ ডেক্সঃ বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে সেরা ৫০০টি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে ব্র্যান্ড ফিন্যান্স। তালিকায় টানা পাঁচবার শীর্ষে অবস্থান করা অ্যাপলকে সরিয়ে এবার সেই স্থান দখল করেছে গুগল।
বাজারে ব্র্যান্ডের মূল্যমান এবং প্রভাববিস্তারের দিকগুলো বিশ্লেষণ করে এ তালিকা করেছে ব্রিটিশভিত্তিক এই মূল্যায়ন ও কৌশলবিষয়ক কনসালটেন্সি ফার্ম।
নিচে সেরা ১০টি ব্র্যান্ড তুলে ধরা হলো
গুগল : তালিকায় সবার উপরে রয়েছে গুগল টেকনোলজি। ২০১৭ সালে এই আমেরিকান প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্যমান এক লাখ ৯ হাজার ৪৭০ মিলিয়ন ডলার। গত বছরের চেয়ে তা বেড়েছে ২৪ শতাংশ।
অ্যাপল : টানা পাঁচবার শীর্ষে থেকে এবার দ্বিতীয় স্থানে চলে গেছে অ্যাপল। এ বছর তাদের ব্র্যান্ডের মূল্যমান এক লাখ সাত হাজার ১৪১ মিলিয়ন ডলার। গত বছর থেকে এ বছর এগিয়েছে ২৭ শতাংশ।
অ্যামাজন : তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যামাজন। এ বছর এক লাখ ৬ হাজার ৩৯৬ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্যমান রয়েছে প্রতিষ্ঠানটির। গত বছরের চেয়ে ৫৩ শতাংশ এগিয়েছে তারা।
এটিঅ্যান্ডটি : প্রযুক্তিতে সেরা চতুর্থ ব্র্যান্ড এটিঅ্যান্ডটি টেলিকম। এ বছরের তাদের ব্র্যান্ড মূল্যমান ৮৭ হাজার ১৬ মিলিয়ন ডলার। তারা এবার এগিয়েছে ৪৫ শতাংশ।
মাইক্রোসফট : এটিঅ্যান্ডটির পরেই রয়েছে মাইক্রোসফট টেকনোলজি। এ বছর ব্র্যান্ডের মূল্যমান ৭৬ হাজার ২৬৫ মিলিয়ন ডলার। এ বছর বেড়েছে ১৩ শতাংশ।
স্যামসাং : স্যামসাং রয়েছে ষষ্ঠ স্থানে। এ বছর তাদের ব্র্যান্ড মূল্যমান ৬৬ হাজার ২১৯ মিলিয়ন ডলার। গত বছরের চেয়ে বেড়েছে ১৩ শতাংশ।
ভেরিজন : ভেরিজন টেলিকম রয়েছে সপ্তম স্থানে। এ বছর তাদের ব্র্যান্ড মূল্যমান ৬৫ হাজার ৮৭৫ মিলিয়ন ডলার। তারা এ বছর এগিয়েছে ৪ শতাংশ।
ফেসবুক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রয়েছে অষ্টম স্থানে। ২০১৭ সালে তাদের ব্র্যান্ড মূল্যমান ৬১ হাজার ৯৯৮ মিলিয়ন ডলার। গত বছরের চেয়ে তা দারুণ বেড়েছে, ৮২ শতাংশ।
চায়না মোবাইল টেলিকম : ওপরের সব আমেরিকান কোম্পানির পর চীনের একটি প্রযুক্তি ব্র্যান্ড স্থান করে নিয়েছে। চায়না মোবাইল টেলিকমের ব্র্যান্ড মূল্যমান এ বছর ৪৬ হাজার ৭৩৪ মিলিয়ন ডলার। চীনের এই কোম্পানি গত বছরের চেয়ে এগিয়েছে ৬ শতাংশ।
এনটিটি গ্রুপ : তালিকার দশম স্থানে রয়েছে জাপানের এনটিটি গ্রুপ। এ বছর তাদের ব্র্যান্ড মূল্যমান ৪০ হাজার ৫৪২ মিলিয়ন ডলার। এ বছর বেড়েছে ২৮ শতাংশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.