প্রবাসে আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করতে কাতারে পৌঁছাল ইউরোপ আ:লীগের সম্পাদক এমএ গণি:

ওয়ান নিউজ ডেক্সঃ কাতারথআওয়ামীলীগ’এর কাউন্সিল-২০১৮ পুনর্গঠন উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শের বাতিঘর খ্যাত
সর্বইউরোপিয়ান আ:লীগের সম্পাদক এমএ গণি আনোয়ার কাতারে পৌঁছেছেন।

আজ বিকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হামাদ বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় বর্ষিয়ান এই রাজনীতিবিদ কাতার এসে পৌঁছাল এমন সংবাদ শুনে আওয়ামীলীগ এর নেতাকর্মীরা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এতে প্রবাসী আ:লীগের বিভিন্ন শাখা হতে আগত শত শত নেতা কর্মীরা স্বাগত জানান তাকে।

দীর্ঘ ৩ যুগের ও বেশি সময় ধরে ইউরোপ-সহ সমগ্র দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রিয় সংগঠন “বাংলাদেশ আওয়ামী লীগে”র পতাকা উড়াচ্ছেন সফল রাজনীতিবিজ্ঞ সম্পাদক এমএ গণি।

যার পরিশ্রমের ফসল আজকে প্রবাসে আওয়ামী লীগের নানা সংগঠন ও সুনাম ধরে রেখেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.