প্রবাসিদের মানবিকতায় দরিদ্র শিশুদের ফ্রি খতনা ও ঔষধ বিতরণ

এম আর খোকনঃ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের এতিম অসহায় ও দরিদ্র ৫৫ জন শিশুকে বিনামুল্যে খতনা ও ঔষধ বিতরন করেছে। ১৩ নভেম্বর দিনব্যাপি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে এই খতনা ক্যাম্প অনুষ্টিত হয়।
জানাযায় খুরুশকুল ইউনিয়ন প্রবাসী প্রতিষ্ঠাতা শফিউল আলম শফি ও এডমিন প্যানেল সদস্য সাহেদ,আশিক, আমিন,রেজাউল করমি ও কেফায়েত উল্লাহর উদ্যোগে ক্লাবের মানবিক সদস্যদের সহযোগিতায় খুরুশকুলে ৯ টি ওয়ার্ড থেকে দরিদ্র ৫৫ জন শিশুকে খৎনা করানো হয়। এ সময় স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন নিজস্ব তহবিল থেকে ৫৫টা লুঙ্গি হাদিয়া দেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ,সমাজ সেবক মনছুর আলম, আলীম উদ্দিন, কাজী দিদার,বাদশা,ওয়াহিদ,সাদ্দাম,ইমন,আতিক, ফায়সাল,ফাহাদ সহ অসংখ্য ব্যক্তিবর্গ ছাড়াও
মেডিকেল টিমের প্রধান,ডাঃ শাহিন আবদু রহমান চৌধুরী, ডাঃ রফিক,
প্রবাসী ক্লাবের পক্ষ থেকে খৎনা প্রকল্প পরিচালনা করেন,সাদ্দাম হোসেন,নাঈমুল ইসলাম ইমন,
আলমগীর ,হাসান সিকদার,রেজাউল করিম,এনামুল হক ছোটন, নুরুল আবছার আতিক,
সুলাইমান বাদশা, হেদায়েত উল্লাহ বাবুল,
রবিউল আলম, আতিক প্রমুখ। প্রবাসিরা সকলের দোয়া কামনা করেছেন আগামীতে আরো ভালো কিছু করার জন্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.