প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে রামুতে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে- রিয়াজ উল আলম
খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামু রশিদনগর পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮ এর প্রধান অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তাই নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা আগামী দিনে অবদান রাখবে। তিনি আরো বলেন রামুকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলতে নতুন নতুন বিদ্যালয় নির্মাণসহ শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) এসএইচডি মডেল হাই স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান আলোচক ছিলেন রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন রশিদনগর আওয়ামীলীগের সভাপতি বজল আহমদ বাবুল, রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, ফারুক আহমদ মেম্বার, যুবলীগ নেতা নবীউল হক আরকান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল করিম, এমডি শাহ আলম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, বদিউল আলম মেম্বার, মৌলানা নুরুচ্ছাফা ও ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.