প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন বৃহস্পতিবার
ওয়ান নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে বৃহস্পতিবার গোপালগঞ্জে আসছেন। সকাল ১১টায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’- এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। গোপালগঞ্জ জেলা সদরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের এ সমাবেশ অনুষ্ঠিত হবে। রোভার মুটের অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন, পতাকা দিয়ে সাজানো হয়েছে সমাবেশস্থল। রয়েছে আরো নানা আয়োজনের ব্যবস্থা। তৈরি করা হয়েছে বড় মঞ্চ। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আলাদাভাবে মঞ্চ নির্মাণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা তার জন্য একাধিকবার চলছে অনুশীলন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এসএম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা সদর ও টুঙ্গিপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.