শার্শা উপজেলা প্রতিনিধি: বিশেষ অনুমতিতে ভারত থেকে বাংলাদেশে আসা পাসপোর্ট যাত্রীদের হাতে ইফতার তুলে দিল শার্শা উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা পেট্টাপোল থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌছালে বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।
রবিবার (২ মে) বেলা ১২ টার সময় থেকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে কোয়ারেন্টাইনের যাওয়া সকল যাত্রীর মাঝে ইফতার ও স্বাস্থ্যসুরক্ষা বিতরণ করেন শার্শা উপজেলা ছাত্রলীগ।
পাসপোর্ট যাত্রীদের মাঝে ইফতার বিতরণ সময়ে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন,বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আল ইমরানসহ ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.