প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো উখিয়া উপজেলা আওয়ামী লীগ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার (৭৪ তম) জন্মদিন উদযাপন করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে উখিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ শাহ আলম চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ এডভেকেট জমির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কন্ট্রাক্টর ফরিদুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আব্দুল জলিল, উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসাইন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী মেম্বার,আবুল ফজল মেম্বার, ইকবাল বাহার মেম্বার, জেলা কৃষকলীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সরওয়ার কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ, উপজেলা উখিয়া মৎস্যজীবি লীগের সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দিনসহ সকল অঙ্গ ও সহযোগী সঙ্গঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শুভ জন্মদিনের কেক কাটা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.