প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রামুতে এমপি কমলের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি,

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল’র পক্ষ থেকে রামুতে বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে এ চারা বিতরণ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামু চৌমুহনী ষ্টেশনে চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন- রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজিজুল হক আজিজ, জাতীয় শ্রমিকলীগ রামুর সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. কায়েস মেম্বার, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. নুরুল আজিম, ছাত্রলীগ নেতা জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, রাশেদ আলী খাঁন, তছলিম উদ্দিন সোহেল, জাহেদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো আলম, সাধারণ সম্পাদক জাহেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাসান ইয়াছিন, সাধারণ সম্পাদক মো. শাকিল বিন হোছাইন, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশন সভাপতি মাকছুদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, ছাত্রলীগ নেতা আশিক প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.