নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-২ পদে নিয়োগ পেয়েছেন মনিরা বেগম। এর আগে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ পদে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতি দিয়ে তাকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হলো।
বুধবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে মনিরা বেগম মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.