প্রথম ৫ ব্যাটসম্যান বাঁহাতি, বাংলাদেশের রেকর্ড

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ  ১৭ বছর হলো টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। তবে এবারই ক্রিকেট বিশ্ব নতুন করে আবিস্কার করল বাংলাদেশকে।

চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের দল চমকে দিল বাংলাদেশকে। ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনই বাঁহাতি। এর আগে টেস্টে বাংলাদেশের কোনো ইনিংসে এমনটা দেখা যায়নি।

ঢাকা টেস্টের মতো তামিম ইকবালের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার। তিনে ইমরুল। চারে পরিবর্তন হয়েছে ব্যাটিং অর্ডারের। ঢাকায় প্রথম ইনিংসে চারে ব্যাটিং করেছিলেন সাব্বির। তবে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ছয়ে। এবার চট্টগ্রাম টেস্টে চারে ব্যাটিংয়ে আসেন মুমিনুল হক। পছন্দের জায়গায় মুমিনুল ফিরে বেশ স্বস্তিতেই ছিলেন। মুমিনুলের পরই আসেন সাকিব আল হাসান। তারা প্রত্যেকেই বাঁহাতি ব্যাটসম্যান।

এদিকে বাংলাদেশের প্রথম চার উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন স্পিনার নাথান লায়ন। টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করেন লায়ন। এর আগে কখনোই এক বোলার টপ অর্ডারের চার উইকেট এলবিডব্লিউতে পাননি। তামিম ইকবালকে আউটের পর ইমরুল কায়েস এবং সৌম্য সরকারকে মধ্যাহ্ন বিরতির আগে সাজঘরে ফেরত পাঠান লায়ন। বিরতির পর লায়নের চতুর্থ শিকার মুমিনুল হক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.