প্রথম সেশন শেষে দিশাহীন বাংলাদেশ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ব্লমফন্টেইন টেস্টেও পচেফস্ট্রুমের পুনরাবৃত্তি ঘটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। তবে আগের চেয়ে আরও আগ্রাসী হয়েছেন। প্রথম সেশনেই তুলে নিয়েছেন ১২৬ রান। কোন উইকেট পড়েনি। বড় কোন পরীক্ষায়ই ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ফলে টাইগারদের সংগ্রাম বাড়িয়ে সাবলীল ব্যাটিং করে চলেছেন দুই ওপেনার ডিন এলগার ও আইডেন মার্করাম। ইঙ্গিত দিচ্ছেন বড় স্কোরের।

অথচ প্রথম টেস্টের মতো এ ম্যাচেও টস জিতেছিল বাংলাদেশ। সুযোগ ছিল ব্যাটিং নেওয়ার। আগের ম্যাচের মতো না হলেও উইকেট ব্যাটিং সহায়কই ছিল। তবে প্রথম ঘণ্টায় পেসাররা কিছুটা সুবিধা পাবেন। সে ভাবনা থেকেই হয়তো বোলিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। কিন্তু বোলারদের সাদামাটা বোলিংয়ে শুরুতেই সেট হয়ে যান দুই ওপেনার।

আর সেট হয়ে যাওয়ায় রীতিমতো ওয়ানডে স্টাইলে খেলছেন প্রোটিয়ারা। মাত্র ৮৮ বলে ৭২ রানে অপরাজিত আছেন আগের ম্যাচে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা ডিন এলগার। এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। ৫৯ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করা এ ওপেনার নিজের ইনিংসে চার মেরেছেন ১৩টি। তবে কিছুটা ধীর গতিতে আগাচ্ছেন মার্করাম। ৮৬ বলে ৮টি চারের সাহায্যে ৫৪ রানে অপরাজিত আছেন এ তরুণ।

এদিকে সিরিজে হার এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে বাদ পড়া তামিম ইকবালের জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। অভিষেকের পর প্রথম বার টেস্ট একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। তাদের জায়গায় দলে ফিরেছেন তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ও রুবেল হোসেন। পরিবর্তন হয়েছে প্রোটিয়া দলেও। ইনজুরি আক্রান্ত মরনে মরকেলের পরিবর্তে একাদশে ঢুকেছেন ওয়াইন পারনেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.