ওয়ান নিউজ ডেক্সঃ আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে শুরু প্রথম টেস্ট। আগামীকাল প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়ছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান। কাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে টিকে গেছেন তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
২১ সদস্যের প্রাথমিক দল ছোট করে আনা হবে আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচে কে কেমন করে সেটা দেখে দল ঘোষণা করা কথা ছিল।
বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.