প্রত্যেক মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর একেকটি স্কুলঃ শেখ আফিল উদ্দিন এমপি

ইয়ানুর রহমান : সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, প্রত্যেক মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার “সন্তান”। আর সে সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়ে অ-মানুষ হয়ে যায় তাহলে সে সন্তানের পিতামাতার মতো হতোভাগা এ পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। শনিবার বেলা ১১টার সময় শার্শা’র নাভারন বুরুজবাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “মা” সমাবেশ অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

এ সমাবেশে সাংসদ শেখ আফিল উদ্দিন মায়েদের উদ্দেশ্য করে বলেন, আমার খুবই “শখ” শার্শা উপজেলার সকল ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আর সে লক্ষ্যে পৌঁছাতে পারলেই আমার ডিজিটাল শার্শা উপজেলা গড়ার স্বপ্ন স্বার্থক হবে। আমার এই স্বপ্ন পূরণ করতে হলে চায় আপনাদের সহযোগিতা। যে সহযোগিতা কোন অর্থনৈতিক বা আমাকে ভোট দেওয়ার জন্য নয়, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাষ করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। কেবল আপনি আপনার নিজ সন্তানের দেখভালের দ্বায়িত্বটুকু নিয়ে তার দিকে খেয়াল রাখতে পারলেই আমার এমপি জীবনের দ্বায়িত্ব তথা আজকের স্বপ্ন ও কথাগুলো স্বার্থক হবে।

 

এ সময় শেখ আফিল উদ্দিন এমপি কয়েকটি উদাহরণ টেনে বলেন, একজন কৃষক যেমনভাবে সযতেœ মাঠে ফসল ফলায় তদ্রæপ আপনি আপনার নিজ সন্তানকে দেখাশোনা করলেই আমার ডিজিটাল শার্শা উপজেলাসহ প্রধাণ মন্ত্রীর ডিজিটাল সোনার বাংলা গঠন করা খুবই সহজ হবে। তিনি বলেন, আমি বিশ্বাষ করি আপনার সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হলে আপনার লাভটাই সবচেয়ে বেশি। কোন সুশিক্ষিত সন্তান বোঝা নয়। আপনার সন্তান লেখাপড়া শিখে পরিপূর্ণ মানুষ হলে একদিন আপনার ঘর-ই আলোকিত হবে। আপনি হবেন এক গর্বিত বাবা-মা। এসাথে তার কিরণ ছড়াবে আপনার নিজ এলাকাসহ সমগ্র দেশ ও সারা বিশ্বে।

 

নাভারন বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো: আজগার আলীর সভাপতিত্বে উক্ত মা সমাবেশে আরো বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান সোহারাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা বাস্তহারালীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাব উদ্দিন, শার্শা প্রেসক্লাব’র সভাপতি আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক এম ওসমান প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.