প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সম্মলনে সমাজকর্মী জয়া জাহান চৌধুরী
জাহেদ বিশেষ প্রতিবেদক,
শুক্রবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক লায়ন্স ক্লাব (৩১৫ বি১) এর ১৮তম বার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন লায়ন্স ক্লাবের প্রায় ৬০০ শতাধিক লায়ন্স অংশ নেন। এতে সংঘটনের অন্যতম সমাজসেবিকা ও জেলা সদস্যা হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশের সর্ব দক্ষিণ জেলা কক্সবাজারের কৃতি নারী ব্যক্তিত্ব, প্রতিভাবান সমাজকর্মী, বিশিষ্ঠ গীতিকার ও কথা সাহিত্যিকা জয়া জাহান চৌধুরী। এ প্রতিভাবান সমাজকর্মী জয়া জাহান চৌধুরী একাধারে ঢাকা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির নারী সম্পাদক,বাংলাদেশ মিউজিক ইন্ডাষ্ট্রির তালিকা ভুক্ত গীতিকার সহ অসংখ্য পদকপ্রাপ্ত নারী নেতৃত্ব। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জনগোষ্ঠী শক্তিশালী হলে শক্তিশালী নেতার প্রয়োজন নেই। জনগোষ্ঠী দুর্বল হয়ে পড়লে নেতা শক্তিশালী হয়। শক্তিশালী নেতা মানেই স্বৈরশাসক।’ এ সময় লায়ন্স ক্লাবের সদস্যদের দেশের উন্নয়নে সহায়তা করার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের জেলা (৩১৫ বি১) বাংলাদেশের গভর্নর লায়ন শেখ কবির হোসাইন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন মোসলেম আলী,লায়ন নাজমুল হক এরিয়া লিডার,লায়ন স্বদেশ রন্জন সাহা কাউন্সিল চেয়ারপারসন,লায়ন কাজী একরাম উদ্দিন আহমেদ আন্তর্জাতিক পরিচালক বাংলাদেশ ৩১৫,লায়ন একেএম রেজাউল হক চেয়ারম্যান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, লায়ন এমডি তোফাজ্জল হোসেল কনভেনশন চেয়ারম্যান, লায়ন মোস্তফা কামাল জেলা গভর্নর,এছাড়াও লায়ন্স মাল্টিপল জেলার কাউন্সিল চেয়ারপারসন এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.