পেছন থেকে ট্রাকের ধাক্কা, মাইক্রোবাসের ২ যাত্রী নিহত

ডেস্ক নিউজ:
ফরিদপুরের মধুখালী উপজেলায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। উপজেলার কামারখালী আড়পাড়া হাই স্কুলের সামনে আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাসের যাত্রীরা সবাই নরসিংদী থেকে বিয়ের অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোসলেম মুন্সি (৯০) ও সদর উপজেলার মোমেনা খাতুন (৬০)। আহত ব্যক্তিরাও সবাই চুয়াডাঙ্গার বাসিন্দা। তাঁরা হলেন আমিয়া খাতুন (৫৫), খায়রুল ইসলাম (৪৫), আসাদুল (৪৪), প্রীতি (১৮) ও মিনারুল ইসলাম (৪৫)। এরই মধ্যে তাঁদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক আজ ভোরে কামারখালী এলাকার আড়পাড়া হাই স্কুলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের সাত যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.