রেজাউল করিম, পেকুয়াঃ
কক্সবাজারের পেকুয়ার পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা মনি (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদরাতুল মুনতাহা মনি একই এলাকার মো.ইসমাইলের কন্যা বলে জানা যায়।
পরিবার সুত্রে জানা যায়, সোমবার সকালে শিশু সিদরাতুল মুনতাহা বাড়ির উঠানে প্রতিদিনের মতই খেলছিলো। বাড়ির সবার অগোচরে শিশু সিদরাতুল মুনতাহা বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন চারদিকে খুঁজাখুঁজির পর কোথাও না পেয়ে পুকুরে খুঁজতে শুরু করে। সেখানে ভেসে উঠে শিশু সিদরাতুল মুনতাহা মনির নিথর দেহ। স্থনীয় ও পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশু সিদরাতুল মুনতাহা মনিকে মৃত ঘোষণা করে।
নিহত শিশুর পিতা মো. ইসমাইল জানান, সকালে আমার মেয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। বাড়িতে দেখতে না পেয়ে চারদিকে খুঁজাখুঁজি করি। বাড়ির পিছনে একটি পুকুর ছিলো সেখানেই তাকে ভাসমান অবস্থান দেখতে পাই। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে শিশু কন্যা সিদরাতুল মুনতাহা মনির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সমস্ত এলাকা জুড়ে। তার পরিবারে চলছে শোকের আহাজারি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.