পেকুয়ায় ট্রাক চাপায় ফল ব্যবসায়ী নিহত

এফ এম সুমন, পেকুয়া:
পেকুয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিন নামের ফল ব্যবসায়ী ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি টৈটং হিরাবুনিয়া পাড়ার কবির আহমদ এর পুত্র।
বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং পয়েন্টে ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টৈটং হাজী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন গিয়াস উদ্দিন। পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং পয়েন্টে পৌঁছলে গরুবোজাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি খাদে পড়ে আছে।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.