এম.জুবাইদ, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় করোনার সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের মাইকিং ও লিফলেট বিতরণ।
৩০ মার্চ বিকাল ৫ টায় উপজেলার বারবাকিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ। এ সময় মাস্ক পরিধান না করায় ৭ জনকে জন প্রতি দুইশত টাকা করে অর্থদন্ড দেন আদালত।
এছাড়াও সরকারি নির্দেশনা সম্বলিত লিফলেট ও মাস্ক বিতরন করা হয়৷ এতে বাজার কমিটি কর্তৃক সরকারী নির্দেশনা সমূহ প্রচার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ বলেন বর্তমানে করোনা ভাইরাস দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে তাই সকলকে সচেতন হতে হবে এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করে অহেতুক ঘোরাঘুরি না করারও পরামর্শ দেন। তিনি আরো বলেন কোন ব্যবসায়িরা মাস্ক ছাড়া কোন ক্রেতাকে যেন পন্য বিক্রি না করে। তিনি গাড়ীর চালকদের প্রতি বলেন কোন গাড়ীর চালকরা যেন মাস্ক ছাড়া যাত্রী পরিবহন না করে আর সি এন জি অটোরিকশাগুলোতে যাত্রী সংখ্যা কমিয়ে নিতে বলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.