পেকুয়াতে সাবেক ছাত্রলীগ নেতার হামলায় কৃষক আহত

পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় সাবেক ছাত্রলীগ নেতা জুবাইদুল্লাহ লিটনের হামলায় এক কৃষক গুরুতর আহত হয়েছে। এসময় তাঁর কাছ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার টৈটং ইউপির হাজী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কৃষকের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত কৃষকের নাম আবু হানিফ (৩৫)। সে উপজেলার টৈটং ইউপির পূর্ব সোনাইছড়ি ডালার মুখ এলাকার মৃত মোর আলী’র ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, টৈটং ইউপির মো.হাবিবুল্লাহ’র ছেলে সাবেক ছাত্রলীগ নেতা জুবাইল্লাহ লিটন বিগত কয়েক বছর ধরে একই এলাকার কৃষক আবু হানিফের ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসতেছে । বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি প্রদর্শনও করেছে। এ নিয়ে কৃষক আবু হানিফ স্থানীয় গন্যামান্য সমাজপতিদেরকে অভিহিতও করেছেন। কিন্তু ওই সাবেক ছাত্রলীগ নেতা প্রভাবশালী হওয়ায় সমাজপতিদের কথা কর্ণপাত না করে জমি দখলে নিতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ৷ এরই জের ধরে শনিবার দুপুরে কৃষক আবু হানিফ খেত থেকে আলু নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আগে থেকে উৎপেতে থাকা সাবেক ছাত্রলীগ নেতা লিটন ও ৩/৪ জনের সংঘবদ্ধ একটি দল কৃষক আবু হানিফের সিএনজি চালিত অটোরিকশা গতিরোধ করে শার্টের কলার ধরে নামিয়ে হাতে থাকা লোহার রড় দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় কৃষক আবু হানিফের হাত ও পায়ের গিরাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়৷ পরে কৃষক আবু হানিফের পকেটে থাকা নগদ ৫ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এমনকি এবিষয়ে কোথাও অভিযোগ কিংবা মামলা মোকদ্দমা করার চেষ্টা করলে মেরে লাশ গুম করে দেওয়ার হুমকিও দিয়ে যায় সন্ত্রাসীরা। জানতে পেরে স্থানীয়রা এগিয়ে এসে আহতকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত কৃষক আবু হানিফ বলেন, আমার দখলীয় জমিজমা জবরদখলে নিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী লিটন আমাকে হয়রানি করে যাচ্ছে। এরই জের ধরে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে মোবাইলও টাকা ছিনিয়ে নেয়। এমনকি প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ভিক্টিমের পক্ষে লিখিত অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.