পেকুয়াতে ম্যালেরিয়া প্রতিরোধে এনজিও একলাবের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্টিত

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়াঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ম্যালেরিয়া প্রতিরোধে এনজিও একলাবের উদ্যোগে উপজেলার সরকারী ও বেসরকারী পর্যায়ের বিভিন্ন স্তরের লোকজনের অংশ গ্রহণে এক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ২২ মে সকাল ১১টার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্টিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু। সভায় রিসোর্স পারসন হিসেবে ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিও একলাবের কক্সবাজার অঞ্চলের কর্মসূচী পরিচালক আবু বক্কর ছিদ্দিক।

এছাড়াও সভায় পেকুয়া উপজেলায় ম্যালেরিয়া প্রতিরোধে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা এনজিও একলাবের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম, টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহেদুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুযা উপজেলা শিক্ষা অফিসার মো: ছালামত উল্লাহ খান, টইটং ইউপি সদস্য মৌলনা আবদুল খালেক, পেকুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। এনজিও একলাবের পেকুয়া উপজেলা ম্যানেজার মো: জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত সমন্বয় সভায় পেকুয়া উপজেলায় ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমের চিত্র বিশদভাবে উপস্থাপন করেন এনজিও একলাবের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান ভূঁইয়া।

সভায় বক্তরা বলেছেন, দীর্ঘদিন ধরে পেকুয় উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন এনজিও একলাব। একলাবের কর্মীরা ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নিজেদের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে পেকুয়ায় অতীতের তুলনায় অনেকাংশে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এসেছে। ম্যালেরিয়া প্রতিরোধে পেকুয়া উপজেলার পাহাড়ি এলাকা টইটং ও শিলখালী এনজিও একলাবের কর্মীরা দীর্ঘদিন ধরে পাড়া মহল্লায় গ্রাম ভিত্তিক স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠকসহ বিভিন্ন জনসচেতনতামূলক কমূসূচী বাস্তবায়নের কারণেই ম্যালেরিয়া প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.