পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির ব্যবস্থাপনা কমিটির প্রথম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬টি পদে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্ব স্ব পদে তাঁদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ওইদিন পেকুয়া উপজেলা প্রেসক্লাবের হল রুমে বেসরকারি ফলাফলে সভাপতি নুরুল কবির(ছাতা), সহ সভাপতি তাজু উদ্দিন(আনারস), সাধারণ সম্পাদক আব্দুর রহিম(ফুটবল), কোষাধ্যক্ষ মোহাম্মদ ফোরকান উদ্দিন(দেওয়াল ঘড়ি) ও দপ্তর সম্পাদক পদে মোসলেহ উদ্দিন,(টিয়াপাখি) কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম ও টইটং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল হোছাইন। উল্লেখ্য যে গত ২০ জানুয়ারী ঘোষিত তফসিল অনুযায়ী পেকুয়া উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির ব্যবস্থাপনা কমিটির প্রথম দ্বি বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শেষদিন ছিল ২৩ জানুয়ারি । ওইদিন সহ সভাপতি পদে মোঃ তাজু উদ্দিন ও কপিল উদ্দিন রিপন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২৭ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন সহ সভাপতি প্রার্থীর পদ থেকে মো: কপিল উদ্দিন রিপন স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নেয়। ফলে পাঁচটি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.