রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে শিক্ষার্থীদের অব্যহত বিক্ষোভের মুখে আজ শুক্রবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে কলেজ। একই সাথে আবাসিক শিক্ষার্থীদের অবিলম্বে হল ত্যাগের নির্দেশ দেয়া হয় এবং পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদের হল থেকে বের করে দেয় । কোন রকম পূর্ব ঘোষনা ছাড়া এমন নির্দেশে বিপাকে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আবাসিক হলের শিক্ষার্থীরা । গত মঙ্গলবার থেকে প্রধান ফটক, প্রশাসনিক ভবনে তালা ঝুলানো সহ ক্যাম্পাসে বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছিল কলেজটির সাড়ে ৩শ’র বেশী শিক্ষার্থী ।
প্রসঙ্গত, কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি( অনুষদ) হিসাবে অর্ন্তভূক্তি করণের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা ।
সবশেষে গত মঙ্গলবার থেকে টানা তিন দিনের কর্মসূচীর পর আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাস ও হল ত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ । এর পরপরই ক্যাম্পাসজুড়ে পুলিশ অবস্থান নেয় । পুলিশ হলে হলে গিয়ে আবাসিক শিক্ষাথর্িীদের বের হওয়ার জন্য আধাঘন্টা সময় বেঁধে দেয় । এর আগে পুলিশ ক্যাম্পাস মসজিদে গিয়ে মাইকিং কওে হল ছাড়তে পবে। আচমকা এমন ঘটনা আর নির্দেশে বিপাকে পড়েছে আবাসিক হলে থাকা শিক্ষার্থীরা ।
তাদের হল থেকে বের করে দেয়ার পর নসিমন ইজিবাইক সহ নানা যানবাহনে চেপে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে দেখা গেছে। তবে কোনরকম পূর্ব ঘোষনা ছাড়া কৃর্র্তৃপক্ষের এমন নির্দেশে হল ছেড়ে যেতে অনিহা প্রকাশ করলে পুলিশ ও শিক্ষকদের সাথে সাধারণ শিক্ষার্থীরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ।
এদিকে সেখানে পেশাগত দায়িত্বপালনে সংবাদকর্মীরা পৌছালে পুলিশ ছবি ও ভিডিও করতে বাঁধা দেয়।
হঠাৎ ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ ছুটি ও হলত্যাগ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) অমলেন্দু ঘোষ কলেজটিকে অনির্দিষ্ট কালের ছুটি ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের কথা জানিয়ে বলছেন, শিক্ষার্থীদের অনুষদের মুল দাবি যৌক্তিক ।
তিনি জানান, দাবিগুলি মানার জন্য ঝিনাইদহ জেলাপ্রশাসকের মাধ্যমে কর্তৃপক্ষ ও মন্ত্রনালয় কে অবগত করানো হয়েছে। পোষ্ট অফিসের ভুমিকা বা মাধ্যম হওয়া ছাড়া তাদের করণীয় নেই বলেও জানান অধ্যক্ষ ।।
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রনব সাহা জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি (অনুষদ) হিসাবে ঘোষনা না দেয়ায় তাদের মুল শিক্ষাকার্যক্রম ব্যহত হচ্ছে। শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পড়তে আসে সবাই তবে এমন হঠাৎ করে আবাসিক হল বন্ধ ঘোষনা ও ছুটি দেয়ায় বিপাকে পড়তে হচ্ছে ।
অন্যদিকে দাবি না মানা হলে পরীক্ষা বর্জন সহ নতুন নতুন আন্দোলন কর্মসূচী অব্যাহত রাখা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেছে শিক্ষার্থীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.