পুলিশ সুপার, কক্সবাজার এর পক্ষ থেকে রামু থানাকে নতুন গাড়ী:

মোঃ নেজাম উদ্দিনঃ
আইন শৃংখলা বজায় রাখতে ও পুলিশ টিম যথা সময়ে নির্দিষ্ট এস্থানে সহজে যেন পৌছাতে পারে এটি মাথায় রেখে ও
রামু বাসীর নিরাপত্তার স্বার্থে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কক্সবাজার জেলার  পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম  কর্তৃক প্রদত্ত মোবাইল ডিউটির জন্য একটি উন্নতমানের মহেন্দ্র গাড়ি২৫ নভেম্বর (রবিবার) অফিসার ইনচার্জ, রামু থানা  মোঃ আবুল খায়ের  নিকট হস্তান্তর করেন এডিশনাল ডিআইজি (ডিআইজি পদোন্নতি প্রাপ্ত), চট্টগ্রাম রেঞ্জ, জনাব আবুল ফয়েজ স্যার।অফিসার ইনচার্জ, রামু থানা  মোঃ আবুল খায়ের জানান এইটি আমাদের জন্য বড় পাওয়া আমরা গাড়ি সংকটে ছিলাম সুপার স্যা তা অনুধাবন করতে ফেরে আমাদের জন্য আরেকট িগাড়ি ব্যবস্থা করেছেন তার জন্য রামু থানার পক্ষ থেকে জেলা পুলিম সুপার স্যাকে ধন্যবাদ জানাচ্ছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.