পুলিশ সার্জেন্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ওয়ান নিউজ ডেক্সঃ ২০১৭ সালের পুলিশের সার্জেন্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং বিভাগরে এআইজি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের মার্চ মাসে পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় ২০২৫ জন উত্তীর্ণ হয়েছেন। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) যথাসময়ে জানানো হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্বের প্রমাণ ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে। উত্তীর্ণদের তালিকা দেখতে ক্লিক করুন www.police.gov.bd

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.