পুলিশের এসআই নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

ওয়ান নিউজঃ বাংলাদেশ পুলিশের ২০১৬ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তিত হয়েছে। তবে পরীক্ষার তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে একই দিন বিকেল ২টা থেকে ৫টায় এবং ৪ ফেব্রুয়ারির পরীক্ষা একই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারির পরীক্ষা আগের সময় সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.