ডেস্ক নিউজ:
২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে সরকার পুঁজিবাজারকে গতিশীল-উজ্জীবিতকরণের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্দেশে ও যুগের সঙ্গে তাল মিলিয়ে আরো কিছু পদক্ষেপ শিগগিরই বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শিরোনামে খসড়া বাজেট ঘোষণায় তিনি এ তথ্য জানান।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পদক্ষেপগুলোর মধ্যে রয়েছ ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা, আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্টের মধ্যে সুকুক, ডেরিভেটিভ অপশনে লেনদেন চালু করা, ওটিসি বুলেটিন বোর্ড চালু করা, ইটিএফ চালু করা, ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত করা ইত্যাদি। এছাড়া করপোরেট কর হার কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে অধিক সংখ্যক ভালো শেয়ার পুঁজিবাজারে আসবে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.