পিপিএম পদক পাচ্ছেন সেই শের আলী
ওয়ান নিউজঃ চট্টগ্রামের গ্রামের বাড়িতে ছুটিতে থাকাকালে দুর্ঘটনাকবলিত একটি বাসের শিশুযাত্রীকে বাঁচানোর জন্য দৌড়ে হাসপাতাল যাওয়ার সময় আকুতি নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন গোয়েন্দা পুলিশের সদস্য শের আলী। মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সেরা মানুষের স্বীকৃতি পাচ্ছেন সেই কনস্টেবল।
ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল শের আলীর একটি ছবি। উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ এবার তাকে পুরস্কৃত করছে সরকার। প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন তিনি।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মমহানগর পুলিশ (সিএমপি) কমিশনার গত বছরের ১৪ ডিসেম্বর শের আলীকে পিপিএম পদক দেওয়ার জন্য সুপারিশ করে সদর দফতরে চিঠি দেন।
পুলিশ কনস্টেবল শের আলী চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা ইউনিটের উত্তর-দক্ষিণ বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে কর্মরত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.