পিতার শূন্যস্থানে পুত্র হেলাল

ইমাম খাইর#
উখিয়া উপজেলার রাজাপালং ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে বেসরকারিভাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মরহুম বখতিয়ার মেম্বারের ছেলে প্রকৌশলী হেলাল উদ্দিন (মোরগ)। তার প্রাপ্ত ভোট ২০৯৮।

নিকটতম প্রতিদ্বন্ধী নুরুল হক খান (আপেল) ৯০৮ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এরপর ভোট গননা শুরু করেন ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা।

ভোট গ্রহণের বেলায় কোন প্রার্থীর অভিযোগ পাওয়া যায় নি।

বেসরকারিভাবে ফলাফল পেয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেলাল উদ্দিন। এ সময় তিনি তার পিতার মতো আজীবন মানুষের সেবার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজাপালং ৯ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৫০ জন। সেখানে পুরুষ ২ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ১৪৪ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.