পিএমখালী ১, ২ ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের পিএমখালী ১, ২ ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে ছনখোলা ফরেস্ট বীট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা (স্পেশাল পি. পি)।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ। এই উন্নয়নে যারা বাধাগ্রস্থ করবে তাদের শক্ত হাতে প্রতিহত করবে স্বেচ্ছাসেবক লীগ।  উক্ত অনুষ্ঠানে ১,২ ও ৩ নং ওয়ার্ডের নব গঠিত কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, সদর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক নুরুল আজিম, সদর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রশিদুল হক রানা, ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইদুল করিম, যুগ্ম আহ্বায়ক আক্তার ও সাইফুল ইসলাম, পি.এম. খালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল মতিন টিপু, সাধারণ সম্পাদক নিহাল।

অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হেলাল সিকদার।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.