নিজস্ব প্রতিবেদক,
ককসবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড় পূর্ব পাহাড়তলী এলাকার মৃত আলী হোসেনের পুত্র সাইদুল ইসলাম ও সদর উপজেলার পোকখালী উত্তর গোমাতলী এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে সাজ্জাদুল করিমের যোগসাজসে, একই এলাকার এলাকার মৃত ফজল আহাম্মদের মেয়ে রোমেনা আক্তার প্রকাশ কহিনুর আক্তারের কাছে খাস জায়গা (বসতভিটা) বিক্রির নামে ৩ শ টাকার নন জুটিশিয়াল স্টাম্প দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভোক্তভোগী কহিনুর। গত ২০১৯ সালের ১০ মার্চ উক্ত চুক্তিমুলে তারা ওই টাকা নিয়ে এখনও পর্যন্ত কোন রুপ জায়গা বা টাকা ফেরত না দিয়ে প্রতারনার আশ্রয় নিচ্ছে বলে জানান কহিনুর। তিনি বর্তমানে বাপহারা ছেলে মেয়ে মানবেতর জীবন যাপন করছেন। তবে অভিযোক্ত
দুজই অভিযোগ অস্বীকার করেন।
এই ঘটনার বিষয়ে ককসবাজারের বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছেও বিচার দিয়ে কোন সুবিচার পাননি বলে দাবী করেন ভোক্তভোগী।
এই ব্যাপারে ভোক্তভোগী কহিনুর ককসবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামানা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.