পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলহাজ্ব রশীদ আহমদ মিয়া আর নেই
ওয়ান নিউজঃ পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার,বিশিস্ট সমাজ সেবক,দানবীর,বহু স্কুল- মাদ্রাসার প্রতিস্টাতা, আলহাজ্ব রশীদ আহমদ মিয়া আজ সকাল ৭:৫০ ঘটিকায় কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে………..রাজিউন।
আজ বিকাল ৪:৩০ ঘটিকায় ফারির বিল আলীম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের মৃত অাব্দুল গনির পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি একাধারে সমাজসেবক, পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়, ফারিরবিল অালিম মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.