পার্বত্য এলাকায় বর্ষবরণের মূল আকর্ষণ জলকেলি
বিশেষ প্রতিনিধিঃ মারমা সম্প্রদায়ের বর্ষবরণ ও বিদায় উৎসব সাংগ্রাইকে ঘিরে খাগড়াছড়িতে উৎসবের রং লেগেছে। এই উৎসবকে ঘিরে শনিবার সকাল থেকে জলকেলি খেলায় মেতেছে মারমা তরুণ-তরুণীরা।
তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শহরের পানখাইয়াপাড়া থেকে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে মঙ্গল প্রদীপ জ্বেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান উপস্থিত ছিলেন।
পানিকে বিশুদ্ধতার প্রতীক ধরে নিয়ে মারমা তরুণ-তরুণীরা একে অন্যকে পানি ছিটিয়ে নিজেদের পবিত্র করে নেয়। পুরোনো বছরের দুঃখ, কষ্ট, গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা। জলকেলি প্রতিযোগিতায় শুধু অবিবাহিত তরুণ-তরুণীরা অংশ নেয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.