পার্নোর মিছিলে কর্মীদের বেধড়ক মারধর, রেহাই পায়নি মহিলারাও (ভিডিও)
ডেস্ক নিউজ: বরাহনগরে শেষবেলায় বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্রের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পার্নোর অভিযোগ- বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। রেহাই পায়নি মহিলারাও। এমনকি তার গায়েও হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এই ঘটনার জেরে স্থানীয় থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। পার্নো হামলার ঘটনার পরে বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের প্রচারে হামলা করেছে তৃণমূল।‘
জানা যায়, বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বরাহনগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগর এলাকায় প্রচারে গিয়েছিলেন পার্নোসহ বিজেপি নেতা-কর্মীরা। তারা বাইক নিয়ে ‘রোড শো’ করার সময়ই তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা হামলা চালান।
এদিকে বরাহনগরে পার্নোর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক তাপস রায় হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘ভোটে পরাজয় নিশ্চিত বুঝে গিয়ে বিজেপি নাটক করছে। বরং ১ নম্বর ওয়ার্ডে বিজেপির হামলায় আমাদের এক মহিলা নেত্রী আহত হয়েছেন।’ সূত্র- আনন্দবাজার
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.