পানছড়িতে দু’দিন ব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন:
জে জে বিশেষ প্রতিবেদকঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২৭ হতে ২৮ ফেব্রুয়ারি ২০১৮ইং দুইদিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
একুশে বইমেলার উদ্বোধন করেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সর্বোত্তম চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গা, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাহার মিয়া, পানছড়ি থানা ইন্সপেক্টর (তদন্ত), ৩ নং পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন, উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা সহ প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদ ও প্রশাসনে কর্মরত বিভিন্ন অফিসারগণ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন লেখকের বইয়ের সম্ভারে ৩৫/৪০ টি ছোটবড় বই বিক্রির স্টল বসে। এতে রয়েছে শিশু কিশোর থেকে শুরু বিভিন্ন বয়সী মানুষের নানা বইয়ের পশরা।
বই প্রেমীরা বই পড়তে ও উপহার হিসেবে বই দিতে অনেকে ঘুরে ঘুরে মেলায় বই খুঁজে নেন।
মেলায় বক্তারা বই পড়ার উপর গুরুত্বারোপ করে, আলোকিত সমাজ গঠনে বই এর কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.