পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৯

ওয়ান নিউজ ডেক্সঃ পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় মঙ্গলবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত নয় জন মারা গেছে। এতে আরো ১৩ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।

ওই এলাকায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইরফান আলি বলেন, মালবোঝাই ট্রাকটি মঙ্গলবার ভোরে খুররাম উপজাতীয় অঞ্চলের গোদার এলাকা দিয়ে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।
জেলার সিনিয়র ডাক্তার মুজাহিদ খান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘নিহতদের মধ্যে একটি নবজাতক শিশু ও একটি নয় বছর বয়সী শিশু রয়েছে। এছাড়াও এতে দুজন নারী মারা গেছে।’

কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।-বাসস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.