পাকিস্তানের সিদ্ধান্তে বিস্মিত বিসিবি
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চলতি মাসের শুরুতেই পিসিবি প্রধান শাহরিয়ার খান নিশ্চিত করেছিলেন বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আসন্ন এ সিরিজকে সামনে রেখে ভেন্যু ও সফরসূচি প্রস্তুতির পরিকল্পনাও নেওয়া হচ্ছিল। ঠিক এমন সময় দুবাইয়ে আইসিসির সভা শেষে এ সফর বাতিল করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর পিসিবির এমন সিদ্ধান্তে বিস্মিত বিসিবি।
তবে পিসিবির এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, `পাকিস্তান যখন ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে তখনই টানা দুটি সফরের চুক্তি হয়। তাই টানা তিন সফরের কথা বলা বিস্ময়কর।`
বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,০০০ মার্কিন ডলার নিয়ে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফরে আসে।
চলতি সফরে ঘরের মাঠে টাইগারদের তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে পিসিবি বাংলাদেশকে তাদের দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রন জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.