পাঁচার হওয়া সেই ৭ শিশুকে ফেরত দিল ভারত

ইয়ানূর রহমান : বেনাপোল দিয়ে স্বদেশে ফিরেছে ভারতে পাঁচার হওয়া ৭ শিশু-কিশোর। সোমবার বিকাল ৪ টার সময় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

জানাযায়, বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৭ শিশু-কিশোরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে আদালতে পাঠায় সেদেশের বিএসএফ সদস্যরা। সেখান থেকে ভারতের উত্তর ২৪ পরগনার কিশোলয় নামে একটি এনজিও সংস্থ্যা তাদেরকে ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগের মাধ্যমে দেড় বছর পর তারা স্বদেশ প্রত্যাবর্তন আইনে স্বদেশে ফেরে।

স্বদেশে ফেরা কিশোররা হলো- বাংলাদেশের নড়াইল জেলার পুড়–লিয়া গ্রামের শওকত শেখের ছেলে রিয়াদ শেখ(০৭), গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার শাহিন শরিফের ছেলে হৃদয় আলনুর(০৮), পাবনার মশুরিয়া পাড়ার কিরোন চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস(০৮), খুলনার মধুপুর গ্রামের ওমর শিকদারের ছেলে রোমান শিকদার(০৯), দৌলতপুর গ্রামের মোশারেফ খানের ছেলে বাদল খান(০৮), বাগেরহাটের মোংলাপোর্ট এলাকার রাসেল খানের ছেলে রাহাদ খান(০৯), ঢাকার মীরপুর পীরেরবাগ এলাকার ইলিয়াজের ছেলে সৈয়দ ফাতি(১১)।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে ৭ শিশু-কিশোরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থ্যা তাদেরকে গ্রহণ করেছেন স্ব-স্ব অবিভাবকের কাছে পৌছে দেওয়ার জন্য।

বিষয়টি রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুর রহমান নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.