পশ্চিম পটিয়া এজে চৌধুরী ডিগ্রি কলেজ এর শিক্ষা সফর সম্পন্ন:

জে,জাহেদ বিশেষ প্রতিবেদকঃ

পশ্চিম পটিয়া এ,জে চৌধুরী ডিগ্রি কলেজ এর বার্ষিক শিক্ষা সফর-২০১৮ সম্পন্ন হয়।

আজ ১৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যটননগরী কক্সবাজারে এ শিক্ষা সফর উপভোগ করে কলেজের সকল শিক্ষার্থীরা।

শিক্ষা সফর উপলক্ষে নানা বর্ণিল সাজে সজ্জিত হয় এ,জে চৌধুরী কলেজ ক্যাম্পাস।

কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা শিক্ষা সফরকে অভ্যর্থনা জানিয়ে নানা ব্যানার ও ফেস্টুন তৈরি করে।

শিক্ষার্থীদের আগ্রহে শিক্ষা সফরের স্থান নির্ধারিত হয় নয়নাভিরাম প্রকৃতির অপরুপ সৌন্দর্যের আধার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

প্রতি বছরই শিক্ষা সফরের একটি ব্যতিক্রম শিক্ষনীয় উদ্যোগ থাকে পশ্চিম পটিয়া এ,জে চৌধুরী ডিগ্রি কলেজের।

প্রায় ৩২০ জন শিক্ষার্থীদের জন্য ৮ টি বাস ভাড়া করা হয়। যাত্রার প্রারম্ভে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা সফর সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন।

এরপর প্রত্যেকই নিজ নিজ বাসে অবস্থান নেওয়ার পর সকাল ৯ টায় যাত্রা শুরু করে কুয়াশাচ্ছন্ন আঁকা-বাঁকা ও উচ-নিচু পথ বেঁয়ে চলেন কক্সবাজার শহরের পথে।

দুপুর গড়াতেই পৌঁছে যায় নির্ধারিত বাসসমূহ কক্সবাজার লাভনী পয়েন্টে।

সেখানে হোটেল প্রাঙ্গণে অবস্থান নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষে সময়সূচি অনুসারে সমুদ্র সৈকতের লোনাজলে গা ভিঁজিয়ে হৈ-হুল্লোড় আর আনন্দে মেতে উঠে সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মধ্যাহ্ন ভোজের পর পড়ন্ত বিকাল বেলায় সৈকতের মৃদু বাতাস,ঢেউয়ের গর্জন ও সূর্যাস্তের অপরুপ লালচে দৃশ্য অবলোকন করে শিক্ষার্থীরা উপভোগ করে এক ভিন্ন প্রকৃতির জগত।

পরে শিক্ষার্থীরা ছুটে যায় বার্মিজ মার্কেটে,সেখানে কেনাকাটা শেষ করে ফিরে আসে হোটেলে।

সুর্য ডুবে গেলে সন্ধ্যার গোধূলি লগ্নে হিমহিম হাওয়াতে নিঃশব্দ পায়ের তালে তালে সৈকতের ঊর্মিমালা যখন একে একে আচঁড়ে পড়ে সমুদ্রতটে।

তখনি সুদূর প্রিয় কলেজ ক্যাম্পাস পশ্চিম পটিয়া এ,জে চৌধুরী ডিগ্রি কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এরই মাঝে কলেজের বার্ষিক শিক্ষা সফর-১৮ উপলক্ষে ছাত্রছাত্রী ও শিক্ষকের ক্যামেরায় নানা সেলফি, ছবি স্মৃতিতে জমা পড়ে।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুজিত কুমার দাশের সঞ্চালনায় শুরু হয় সমাপ্তি অনুষ্ঠান ।

এতে শিক্ষা সফর সম্পর্কে শিক্ষার্থীরা তাদের শিক্ষণীয় অভিজ্ঞতা বর্ণনা করে তারপর সমাপনী বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,কলেজ গভর্নিংবডির সদস্য নজরুল ইসলাম চৌধুরী,অধ্যাপক প্রদীপ রায়, শফিকুর রশীদ, আবু ওবাইদা, ইন্দ্রজিৎ কর, আবদুল কাইয়ুম, আবদুল জলিল, মনোয়ারা বেগম এছাড়াও মোঃ জিয়া উদ্দীন রিপন, আব্দুল করিম, নাঈম উদ্দীন সহ প্রমুখে শিক্ষা সফরে উপস্থিত ছিলেন।

সবশেষে সন্ধ্যা ৬টায় সময় কলেজ ক্যাম্পাস হতে সকলে আপন নীড়ে ফিরে যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.