পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

 

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক সংসদ কক্সবাজারের নব—নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকালে সৈকতর কবিতা চত্বরে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর—রামু আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্পের ক্ষতি হয় এমন মিথ্যা সংবাদ দেশীয় পর্যটনের স্বার্থে পরিহার করতে হবে। তিলকে তাল বানিয়ে সংবাদ পরিবেশন, অবাধ তথ্য প্রবাহের এই সময়ে সত্যি বেদনাদায়ক। সুতরাং পেশাদারিত্বের জায়গা থেকে সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কক্সবাজারের অপার সৌন্দর্য্য ও সম্ভাবনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে মহেশখালী—কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে সজাগ থাকতে হবে। কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের।

সাংবাদিক সংসদ কক্সবাজার’র সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল—গীয়াস, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, শামসুল হক শারেক, সাইফুল ইসলাম চৌধুরী, এইচএম এরশাদ, হাসানুর রশীদ, এমআর মাহবুব, ফরহাদ ইকবাল, ইমাম খাইর, কক্সবাজার হোটেল—গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কাশেম সিকদার ও টুয়াক সভাপতি আনোয়ার কামাল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার মো. মিজানুজ্জামান, সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহেদ আলী শাহেদ, সাংবাদিক আনছার হোসেন, শফিউল্লাহ শফি, সৈয়দুল কাদের, সাইফুর রহীম শাহীন, নুপা আলম, নেছার আহমদ, শংকর বড়–য়া রুমি, কামরুল ইসলাম মিন্টু, সুজা উদ্দিন রুবেল, হারুনুর রশীদ, স.ম ইকবাল বাহার, জসিম উদ্দিন ছিদ্দিকী, ওমর ফারুক হিরু, হুমায়ুন সিকদার, এইচ,এম নজরুল ইসলাম, ওসমাণ গণি, শাহেদ মিজান, জসিম উদ্দিন, মুহিব উল্লাহ মুহিব, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফরিদ, সাইফুল ইসলাম বাদশা, বোরহান উদ্দিন রব্বানী, মহিউদ্দিন মাহী, মিজানুর রহমান, তানভীর শিপু, সাইদুল ফরহাদ, সোহাগ ফরহাদ, আশরাফুল হাসান রিাশদ, ফয়সাল রিয়াদ, এনএ সাগর, সাইফুল ইসলাম সেকুল, রহিদুল কবির, নওশাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, কবি জসিম উদ্দিন, টুয়াক সাধারণ সম্পাদক মুনীবুর রহমান টিটু, ব্যবসায়ী নাছির উদ্দিন প্রমূখ।

এতে কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং ক্রীড়া সংগঠক মরহুম শফিকুর রহমান কোম্পানীকে সাংবাদিক সংসদ কক্সবাজারের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

পরে কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। শপথ পাঠ করেন সাংবাদিক সংসদ কক্সবাজার’র নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি এম.এ আজিজ রাসেল, সিনিয়র সহ—সভাপতি মোঃ রেজাউল করিম, সহ—সভাপতি এসএম ছৈয়দুল্লাহ আজাদ, সেলিম উদ্দিন, আমান উল্লাহ, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, সহ—সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সিকদার, অর্থ সম্পাদক শিপন পাল, সহ—অর্থ সম্পাদক এমএ সাত্তার, দপ্তর সম্পাদক জিকির উল্লাহ জিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, পাঠাগার ও প্রযুক্তি সম্পাদক অসীম দাশ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা সিরাজ, সহ মহিলা সম্পাদক জান্নাতুন নেহা, নির্বাহী সদস্য যথাক্রমে— আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, আনিস নাঈমুল হক, কফিল উদ্দিন ও সাইদুজ্জামান।

অভিষেক ও শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সৈকতের কবিতা চত্বরে নবীন—প্রবীণ সাংবাদিকদের মিলনমেলা বসে। পরে পুরুষ—মহিলা, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.