পরাজয়ে বছর শুরু বাংলাদেশের মেয়েরা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইতিহাসকে আর রাঙাতে পারলো না বাাংলাদেশের নারী ফুটবল দল। প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিলেন সাবিনা-স্বপ্নারা। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে ওই ইতিহাসকে আরো রাঙাতে পারতো নারী ফুটবল দল।

কিন্তু প্রতিপক্ষ ভারত বলে সেটা হলো না। আগের তিনবারের চ্যাম্পিয়নদের কাছে বাংলাদেশ হেরেছে ৩-১ গোলে।

খেলার প্রথমার্ধ শেষে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ গোলে সমতায় আছে বাংলাদেশ। ভারতের ডাংমেই গ্রেসের গোলের জবাব দিয়েছেন সেমিফাইনালে হ্যাটট্রিক করা সিরাত জাহান স্বপ্না।

ম্যাচের ১২ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ডাংমেই গ্রেস। এরপর স্বাগতিকদের দাপুটে খেলার মধ্যেও গোলবার সামলিয়ে রাখেন গোলরক্ষক সাবিনা আখতার। ম্যাচের ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান স্বপ্না। আর এতেই প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়।

এর আগে সিরাত জাহান স্বপ্নার হ্যাট্রিকে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.