পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা: ওবায়দুল কাদের

ওয়ান নিউজ ডেক্সঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। পিলারের উপর স্প্যান স্থাপনের মাধ্যমে নানা প্রতিকূলতা এখন কাটিয়ে উঠানো সম্ভব হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়ের। ধাপে ধাপে বাকি স্প্যানগুলো বসতে শুরু করবে।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি শরিয়তপুরের জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-৩ এলাকায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় মন্ত্রী ১০টার দিকে সুপার স্ট্রাকচার পিলারের উপর স্থাপনের মাধ্যমে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো ঘুরে দেখেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল পদ্মা সেতুর আকাশে তখন কালো মেঘ জমে অনিশ্চতায় রুপ নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক নেতৃত্বে মশাল হাতে নেন, পদ্মা সেতুর কাজকে এগিয়ে নিয়ে গেছেন। নেত্রী দেশে আসার পর দৃশ্যমান পদ্মার আনুষ্ঠানিকতা শুরু হবে। দুই পাড়ের লোকজন, জনপ্রতিনিধি, নেতা কর্মী এবং কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকতা করা হবে। বর্তমানে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৭.৫ শতাংশ। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে পদ্মা সেতু প্রকল্পের কাজ।

সেতু মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল মাসুদ সাইদ, প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.