পদ্মায় জেলের জালে বিশাল পাঙ্গাস মাছ

মোজাম্মেল হক, গোয়ালন্দঃ

পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে আটকা পড়লো ১৫ কেজি ওজনের বিশাল একটি পাঙ্গাস মাছ । মাছটি ১৯ হাজার ৫’শ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২৬জুলাই) ভোরে রাজবাড়ী জেলার অন্তর মোড় এলাকার জেলে শাহিন শেখ এর জালে বিশাল একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে।
জানা গেছে, জেলে শাহিন শেখ সোমবার সকাল ৮ টার দিকে নৌকায় করে মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে নৌকা থেকে মাছটি ১ হাজার ২শত টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান।এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি ১ হাজার ৩’শ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৫’ শ টাকায় ঢাকার একগাড়ী ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজান দৈনিক ইনকিলাব কে জানান, এখন নদীতে নতুন পানি বৃদ্ধি পাচ্ছে সে কারনে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।
এত বড় পাঙ্গাস মাছ সব সময় নদীতে পাওয়া যায় না। তবে মাঝে মধ্যে দুই একটি বড় মাছ পাওয়া যায়

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.